আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের সামরিক জান্তার কারাগারে বন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সু চিকে বাইরের চিকিৎসক দেখাতে চাইলে তা প্রত্যাখ্যান করেছে সেনা সরকার।
এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম রয়টার্স। ৭৮ বছর বয়সী এই নোবেল বিজয়ীকে কারা হাসপাতালের একজন চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, “তার (সু চি) দাঁতের মাড়ি ফুলে গেছে। তিনি ভালোভাবে খেতে পারছেন না। তার মাথা ঝিমঝিম করার সমস্যাও আছে, সেই সঙ্গে আছে বমি বমি ভাব।”
গ্রেপ্তার হওয়ার ভয়ে ওই সূত্র তার নাম জানায়নি।
সামরিক সরকারের মুখপাত্রের কাছে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি।
২০২১ সালে ভোটে নির্বাচিত সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনা সরকার। এরপর তারা গণতন্ত্রপন্থী হাজার হাজার নেতাকর্মীকে হত্যা কিংবা বন্দি করেছে।
সু চির বিরুদ্ধে করা ১৯টি ফৌজদারি মামলার রায়ে তার ২৭ বছর কারাদণ্ড হয়েছে। তবে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। সু চির বিরুদ্ধে নির্বাচনে অসদুপায় অবলম্বন থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ করা হয়েছে।
এ বছরের জুলাই মাসে সু চিকে গৃহবন্দি অবস্থা থেকে দেশটির রাজধানী নেপিডোর কারাগারে নেওয়া হয়।
মিয়ানমারের প্রবাসী ন্যাশনাল ইউনিটি গভর্মেন্টের মুখপাত্র কিওয়া জাও রয়টার্সকে বলেন, “অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগ করা।”
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, গ্রেট ব্রিটেনসহ কিছু দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো সু চিসহ অন্যান্য হাজার হাজার রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.