বিনোদন ডেস্ক:
বলিপাড়ায় খবর ছিল আগামী ৩ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খানের কন্যা ইরা খান। ভারতের রাজস্থানের উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল খান পারিবার, বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয়দের। মেয়ের বিয়ের সানাইয়ে রীতিমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন আমির। তবে হঠাৎ ছন্দপতন। এখনই বিয়ে হচ্ছে না, সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন ইরা। তবে কী ভেস্তে গেল আমির কন্যার বিয়ে?
বৃহস্পতিবার ইনস্টাগ্রামের এক স্টোরিতে ইরা লিখেন, না—৩ অক্টোবর আমাদের বিয়ে হচ্ছে না। পরে সবাইকে সবটাই জানাব।
এদিকে এ পোস্ট করার পর তা আবার মুছে ফেলেন ইরা খান। কিন্তু কী কারণে নূপুরের শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না তা নিয়ে কিছুই জানাননি ইরা। এছাড়া ৩ অক্টোবরের পরিবর্তে অন্য কোনও তারিখ ঠিক করা হয়েছে কি না সেই জল্পনাও জিইয়ে রেখেছেন তিনি।
দুবছর আগে ২০২২ সালের ১৮ নভেম্বর শরীরচর্চা প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে বাগদান হয় ইরা খানের। দুবছর সম্পর্কের পর ইরা-শিখরের নতুন অধ্যায় শুরু করেন। মুম্বইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। তখন একজোট হয়েছিলেন খান পরিবার। সেই আনন্দের আমেজে আহ্লাদে আটখানা হয়েছিলেন আমির নিজেও।
এবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েও কেন বিয়ে হচ্ছে না আমির কন্যার—রহস্য রয়েই গেল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.