খেলাধুলা ডেস্ক:
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেকের রাতটা ভুলে যেতে চাইবেন নেইমার। সোমবার রিয়াদে উজবেকিস্তানের নাভবাহোরের বিপক্ষে ঘরের মাঠে হারতে বসেছিল তার দল আল হিলাল। ইনজুরি টাইমে গোল করে পয়েন্ট উদ্ধার করে সৌদি আরবীয় ক্লাব।
৯ কোটি ইউরোতে গত মাসে পিএসজি থেকে আল হিলালে চুক্তি করেন নেইমার। শুক্রবার আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগ জয়ের ম্যাচে অভিষিক্ত হন বদলি খেলোয়াড় হিসেবে।
ইউরোপের ফুটবল দাপিয়ে বেড়ানো নেইমার প্রথমবার খেলতে নামেন এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে। ‘বি’ গ্রুপের ম্যাচে আল হিলাল ৫২ মিনিটে তোমা তাবাতাজের গোলে পিছিয়ে পড়ে। প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে চমক দেখানোর অপেক্ষায় ছিল ২০২২ সালে উজবেকিস্তান সুপার লিগের রানার্সআপ নাভবাহোর।
ভাগ্য ভালো আল হিলালের। ১০০তম মিনিটে চারবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট এনে দেন ডিফেন্ডার আলী আল বুলাইহি। মাইকেল কর্নার থেকে আনমার্কে ছিলেন তিনি। লাফিয়ে হেড করে জাল কাঁপান।
নেইমারের সময়টা ভালো যায়নি। হলুদ কার্ড দেখেন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় রেগে বল তার দিকে লাথি মারেন।
খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নেইমার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বেশ কাছ থেকে নেওয়া তার হেড সরাসরি চলে যায় নাভবাহোর গোলকিপার উতকির ইয়ুসুপোভের কাছে। সার্বিয়া স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচকেও ইনজুরি টাইমে দারুণ সেভে রুখে দেন উতকি। কিন্তু আল বুলাইহির সমতাসূচক গোল ঠেকাতে পারেননি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.