আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জানা গেছে, গাজা-ইসরায়েল সীমান্ত এবং পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে ফিলিস্তিনিদের। এরপরই এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সীমান্তে ২৫ বছর বয়সী ইউসুফ রাদওয়ান ঘাড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান। সহিংসতায় আরও ১১ জন আহত হন।
এদিকে জেনিনে ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষে আহত হন ৩০ জন।
ইসরায়েলের দাবি, অভিযান চালানোর সময় সামরিক বাহিনীর গাড়ির নিচে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটে। আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেছেন, গাজা, জেনিন এবং অন্যান্য ফিলিস্তিনি শহরে আমাদের জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসন পুরো অঞ্চলে সহিংসতা আরও উসকে দেবে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.