খেলাধুলা ডেস্ক:
এএফসি চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আল নাসর। দলের জয়ের দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইরানের ক্লাব পেরসেপোলিসকে ২-০ গোলে হারানোর দিনে ক্যারিয়ারের হাজারতম ম্যাচে অপরাজিত রইলেন রোনালদোও।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি নিয়ে পেশাদার ক্যারিয়ারে ১০০০ ম্যাচ অপরাজিত রইলেন রোনালদো। এই ম্যাচগুলোতে তার দল হারেনি। জয় পেয়েছে অথবা ড্র করেছে। তাতে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছে ২২৪ ম্যাচ।
ম্যাচে নিজেদের মাঠে আল নাসরের সঙ্গে তুমুল লড়াই করে পেরসেপোলিস। এ ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। প্রথমার্ধে দুটি গোলের সুযোগও পেয়েছিলেন এই তারকা। তবে কাজে লাগাতে পারেননি। তাতে প্রথমার্ধে গোলশুন্য ড্র নিয়ে মাঠে ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সৌদি প্রো লিগের ক্লাবটিকে গোল উপহার দেন পেরসেপোলিস রাইটব্যাক দানিয়াল এসমায়েলিফা। ৬২ মিনিটে তার আত্মঘাতী গোলের ১০ মিনিট পর আল নাসরকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম।
জয়ের পর নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, ‘আজকের (কাল) জয়টা দারুণ। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ এবং ইরানের সব মানুষকে, যারা আমাদের আসাটা সার্থক করেছেন। সত্যিই মন ভালো করে দেওয়ার মতো অভ্যর্থনা।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.