বিনোদন ডেস্ক:
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রুপালি পর্দায় অভিনয় গুণে অল্প সময়েই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কীর্তি। এবার জানা গেলো, চলতি বছরে ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কীর্তি।
বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন কীর্তি-অনিরুদ্ধ। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন কীর্তি। টাইস নাউ-কে কীর্তি সুরেশ বলেন— ‘এটি ভুল নিউজ। অনিরুদ্ধ আমার খুব ভালো বন্ধু।’
মেয়ের বিয়ের খবরের গুঞ্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কীর্তির বাবা সুরেশ কুমার। ওটিটি প্লে-কে তিনি বলেন, ‘এই খবর একেবারেই সত্য নয়। যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার একটাও সত্য নয়।’
অনিরুদ্ধর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন কীর্তি। ২০২০ সালে অনিরুদ্ধের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মূলত, এরপর থেকেই তাদের ঘিরে গুঞ্জন শুরু হয়। যদিও সেই সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন কীর্তির বাবা সুরেশ কুমার।
কীর্তির বিয়ে নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও গুঞ্জন ওঠে, এক ব্যবসায়ীকে বিয়ে করছেন এই অভিনেত্রী। যদিও এই গুঞ্জন অস্বীকার করেন কীর্তি।
চলতি বছর ‘দসরা’, ‘ভোলা শঙ্কর’সহ কীর্তির তিনটি সিনেমা মুক্তি পায়। বর্তমানে তার ঝুলিতে তামিল ভাষার চারটি সিনেমা রয়েছে। এসব সিনেমা হলো— ‘সাইরেন’, ‘রিভলভার রিতা’, ‘কানিবেদী’, ‘রঘু থাথা’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.