ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনালে উঠেছে উখিয়া উপজেলা ফুটবল দল।
২৪ সেপ্টেম্বর বিকেলে দর্শক পরিপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উখিয়ার কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে পড়শী টেকনাফ উপজেলা। দু'দলের নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে উখিয়ার পাঁচটি শট নিশানা ভেদ করলেও টেকনাফের এক বিদেশি রিক্রুটের শট উখিয়ার গোলরক্ষক মামুন বাপ্পি ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক ও ম্যাচ সেরা বনে যান।
এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধে উখিয়া এবং দ্বিতীয়ার্ধে টেকনাফ উপজেলা গোছানো ফুটবল খেলে। ম্যাচে উখিয়া তিনটি ও টেকনাফ দুইটি সহজ গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচ শেষে উখিয়া উপজেলা ফুটবল দলের গোলরক্ষক মামুন বাপ্পির হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন টেকনাফ উপজেলার এ্যাসিল্যান্ড ইরফানুল হক, কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার নওশের ইবনে হালিম, সহকারী কমিশনার মুনমুন পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মঈনুদ্দিন মিল্কী,জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইটেল।
আজকের খেলাঃ বেলা ৩টা। ঈদগাঁও উপজেলা ফুটবল দল বনাম স্বাগতিক সদর উপজেলা ফুটবল দল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.