খেলাধুলা ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে পরিবর্তনের ছড়াছড়ি। গতকালই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার সেই দলে যোগ হলেন আফিফ হোসেন ও খালেদ আহমেদ।
দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল খালেদের। ৯.২ ওভার বোলিং করে ৬০ রান খরচে তিন উইকেট পান তিনি। প্রথমে তৃতীয় ওয়ানডের দলে না থাকলেও পরে ফেরানো হলো ডানহাতি এই পেসারকে। কারণ তাসকিন আহমেদের অসুস্থতা।
নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলে ফেরানো হয়েছিল তাকে। কিন্তু পেটের পীড়ায় ভুগছেন এই পেসার। তাই খেলবেন কি না এই নিয়ে জেগেছে শঙ্কা।
গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিনের কোনো চোট নেই। তার একটু ফুড পয়েজনিং হয়েছে। আমার মনে হয়, সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ঔষধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ফুড পয়েজিংয়ের ব্যাপার, সেরে উঠতে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে। ’
অন্যদিকে আফিফ প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। শেষ মুহূর্তে দলে যোগ করা হলো তাকে। শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় ওয়ানডের দলে আগেই ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চোটের কারণে তৃতীয় ওয়ানডের দলেও রাখা হয়নি আরেক পেসার তানজিম হাসান সাকিবকে।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যদিও দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা। সিরিজে সমতা ফেরাতে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, আফিফ হোসেন ও খালেদ আহমেদ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.