খেলাধুলা ডেস্ক:
মেসি ম্যাজিকে গতমাসে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। আরেকটি শিরোপা জেতার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মেসি খেলতে পারেননি, তাই শিরোপাও জিততেও পারেনি।
সকালে ঘরের মাঠে ইউএস গোল্ড কাপ ফাইনালে হিউস্টন ডায়নামোর বিপক্ষে মেসি এমনকি বদলী তালিকাতেও ছিলেন না। গ্যালারিতে বসে সতীর্থদের ১-২ গোলে হারতে দেখে হতাশ হয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী।
অল্প কদিনে টানা বেশ কিছু ম্যাচ খেলার প্রভাব পড়েছে মেসির শরীরে। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেননি। মায়ামিতে ফিরে গত সপ্তায় এমএলএসের একটি ম্যাচে ৩৭ মিনিট খেলে মাঠের বাইরে চলে যান। পায়ের পেশির অবষাদে খেলেননি মায়ামির পরের ম্যাচেও। তবে গত দুদিন অনুশীলন করে আজকের ফাইনালের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর মাঠে নামেননি।
গ্যালারিতে বসে মায়ামির হার দেখলেন মেসি
খেলার আগে ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদান ও ডেভিড বেকহামের সংগে মেসি
প্রথমার্ধেই দু গোল খাওয়া মায়ামির হয়ে ৯২ মিনিটে একটি গোল শোধ দেন জোসেফ মার্তিনেজ।
আশংকা মেসি এমএলএসে মায়ামির বাকি পাচ ম্যাচেও খেলবেন না। আগামী ১৩ ও ১৮ অক্টোবর আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে প্যারাগুয়ে ও পেরুর সংগে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.