বিনোদন ডেস্ক:
একটা সময় মডেলিং কিংবা অভিনয়ে নিয়মিত থাকলেও এখন আর তাকে আগের মত পাওয়া যায় না। মাঝে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলেন। এরপর আবারও ফিরেছেন তবে পূর্বের অনুপাতে কাজের সংখ্যা কম। বলছিলাম মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলামের কথা।
চার বছর পর ফিরেছেন উপস্থাপনায়। সম্প্রতি বৈশাখী টেলিভিশনের ‘শুধু সিনেমার গান’ শোয়ে অংশ নিয়েছেন। শেষ করেছেন কয়েক পর্বের শুট। বৃষ্টি বলেন, ‘অনেকদিন পর সেই চিরচেনা জায়গায় ফিরেছি। সবকিছু নতুন নতুন লাগছিল। ভালোও লাগছিল আবার কষ্টও হচ্ছিল কিছুটা। কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিল সেটা নিয়েই শুট করতে হয়েছে যেহেতু আগে শিডিউল দেওয়া ছিল। পাঁচ পর্বের শুট করতে দশ কাপ কফি খেয়েছি নিজেকে ব্যালেন্স করতে।’
তিনি জানান, এরমধ্যে দুটি একক নাটক ও একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। ওটিটি নিয়ে আগ্রহ থাকলেও মনমতো গল্প পাচ্ছেন না বলেও জানান।
গেল এক দশকে অসংখ্য সিনেমার প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে সিনেমা তাকে কখনোও আকৃষ্ট করতে পারেনি। বৃষ্টি বলেন, ‘আমাকে সিনেমা কখনোই টানেনি। আমার মনে হয় সেটা আমি পারব না। সিনেমার ল্যাঙ্গুয়েজ আলাদা, সবকিছুই আলাদা। তাই কখনো ওভাবে আগ্রহ জন্মেনি। তাই বলে প্রস্তাব আসা কখনো বন্ধ হয়নি। কিছুদিন আগেও আমাকে দুই-তিন জন প্রযোজক ফোন করেছেন। যে পরিমাণ ডিনারের প্রস্তাব পেয়েছি সেগুলোতে রাজি হলে কমপক্ষে শত সিনেমার নায়িকা থাকতাম আমি। আমি সেসবে কখনও সায় দেইনি।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.