খেলাধুলা ডেস্ক:
মাঠে খেলবেন ক্রিকেটাররা আর তাদের ওপর কড়া নজরদারি রাখবেন আম্পায়াররা। বড় দায়িত্ব। কখনও ভুল হয়, সেই ভুল শোধরাতে মাঠের বাইরে কাজ করেন আরও দুজন আম্পায়ার। কাজটা কঠিন, তার ওপর বিশ্বকাপের বড় মঞ্চ। ফলে যারা এ দায়িত্বে থাকবেন তাদের ব্যাপারে কৌতূহল অনেকের। ভারত বিশ্বকাপের জন্য ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ছাড়াও আছেন ১৫ জন। ১২ জন এলিট প্যানেলের, চার জন ইমার্জিং প্যানেলের। আপাতত শুধু গ্রুপ পর্বের জন্য তালিকা প্রকাশিত হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ার চূড়ান্ত হবে পরে।
সবকিছু ঠিক থাকলে পুরুষদের যেকোনও ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের কোনও আম্পায়ার। শরফুদ্দৌলা ইবনে সৈকত, বিশ্বকাপে যিনি লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন। যদিও ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছিলেন এনামুল হক মনি। সেই আসরে চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। তবে যতদূর জানা গেছে, সৈকতকে অনফিল্ডে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে। পুরুষদের বিশ্বকাপে প্রথমবার হলেও মেয়েদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে ৪৬ বছর বয়সী সৈকতের।
আইসিসি ইমার্জিং প্যানেলের সদস্য শরফুদ্দৌলা এর আগে মেয়েদের দুই ফরম্যাটের বিশ্বকাপ ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। তিনি ১৩ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সৈকত বিষয়টিকে প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন– ‘যেহেতু আম্পায়ারিং করছি, একদিন না একদিন সুযোগ হতোই। আমি নিজেও আত্মবিশ্বাসী ছিলাম। তবে এই দায়িত্বটা কিন্তু সহজ নয়। আমাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। ভারতে এই চ্যালেঞ্জ আমি জিততে চাই। আম্পায়ারিংও চ্যালেঞ্জিং। তবে জরুরি হচ্ছে চ্যালেঞ্জটা ঠিকঠাকভাবে নিতে পারা। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
কুক আইসল্যান্ডসে জন্ম নেওয়া ক্রিস ব্রাউনের পুরো নাম ক্রিস্টোফার মার্ক ব্রাউন। ৫০ বছর বয়সী এই আম্পায়ার ২৮টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন।
কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
আম্পায়ারিংয়ে বেশ অভিজ্ঞ কুমার ধর্মসেনা। আন্তর্জাতিক ম্যাচে সর্বকনিষ্ঠ শ্রীলঙ্কান আম্পায়ারের মর্যাদা এখনও তার দখলে। ২০১২ আইসিসি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা আম্পায়ারে ভূষিত হয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.