আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে। এছাড়া হামাসের ভয়াবহ এই হামলায় আহত হয়েছে আরও প্রায় ১৬০০ ইসরায়েলি।
রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে হিব্রু ভাষার মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জবাবে গাজায় হামাসের আস্তানা ধ্বংসস্তুপে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এনডিটিভি জানায়, সারা রাত ধরে, ইসরায়েলের অন্তত ২২টি স্থানে ইসরায়েলি বাহিনী এবং শত শত হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে অন্তত দুটি এলাকা বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, "হামাসের যোদ্ধারা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ফলে ইসরায়েলে বন্দুকের গুলিতে বা এক হাজারেরও বেশি ব্যক্তি এবং রকেটের আঘাতে তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এ ছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীটি বলছে, “আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি।“
এর আগে শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস, এ ছাড়া এক হাজারের বেশি ফিলিস্তিনি নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে। হামাসের সাথে ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত তিন শতাধিক এবং গাজা উপত্যকায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.