আন্তর্জাতিক ডেস্ক:
তৃতীয় দিনের মত ইসরায়েলে অতর্কিত হামলা চালাচ্ছে গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এই হামলার জেরে গাজায় প্রতিশোধমূলক পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডে আবাসিক ঘরবাড়ি এবং অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন গাজাবাসী। এতে এই অঞ্চলেই প্রায় এক লাখ ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, ইসরায়েলি হামলার মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া ফিলিস্তিনিদের অনেকেই উপকূলীয় এই ভূখণ্ডের প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিচ্ছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে চারটি বড় টাওয়ারও রয়েছে যেগুলোতে বহু আবাসিক ইউনিট ছিল। এ ছাড়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।
এদিকে ইউএন এজেন্সি ফর ফিলিস্তিন শরণার্থী (ইউএনআরডব্লিউএ) বলছে যে, বেসামরিক এলাকায় ভারী গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকায় বাস্তুচ্যুতের সংখ্যা বাড়তে পারে।
সংস্থাটি পরিবারগুলোকে আশ্রয় ও বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করছে। পাশাপাশি চিকিৎসা সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.