বিনোদন ডেস্ক:
বলিপাড়ায় বেশ শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে তাকে নিয়ে বিতর্কও কম নয়। মূলত বিতর্কের পেছনে দায়ী তারই বিভিন্ন মন্তব্য। রাজনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনাই পছন্দ তার। গত কয়েক বছরে সেই অভ্যাস আরও বেড়েছে। ভারত সরকার থেকে শুরু করে বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে কয়েক কাঠি এগিয়ে নিজের মতামত ব্যক্ত করেন বলিউড ‘কুইন’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ‘ভারতে স্নাতক হওয়ার পরে সব শিক্ষার্থীদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া উচিৎ। সেনা প্রশিক্ষণের সবচেয়ে বড় দিক হল- অলস, অকর্মণ্য ও দায়িত্বজ্ঞানহীনদের ছেঁটে ফেলা যাবে। এমন প্রশিক্ষণ পেলেই এই প্রজন্মের মধ্যে নিয়মানুবর্তিতা ও নিষ্ঠাবোধ তৈরি হবে।’
নিজের পরের ছবি ‘তেজস’-এ এক বিমান সেনাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবিতে যুদ্ধবিমানের চালকের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এক সেনাকর্মীর পথচলার গল্প বলতে চলেছে এই ছবিটি। আপাতত ওই ছবির প্রচারেই ব্যস্ত ‘কুইন’।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তেজস’।
এদিকে শুধু ‘তেজস’-ই নয়, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাচ্ছে কঙ্গনার আরও একটি ছবি—‘ইমার্জেন্সি’। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবিটি পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। ‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রের পর দ্বিতীয়বার রাজনীতিকের চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনাকে। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইমার্জেন্সি’-র।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.