আন্তর্জাতিক ডেস্ক:
এক সপ্তাহ ধরে চলমান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ। চলমান যুদ্ধে প্রতিনিয়ত নিহত হচ্ছে দুই পক্ষের মানুষ।
শুক্রবার হামাসের হাতে অপহৃত ইসরায়েলিদের সন্ধানে ইসরায়েলের সিমান্তবর্তী গাজায় অভিযান চালায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধ শুরুর পর এটিই গাজার প্রথম অভিযান ছিল ইসরায়েলের।
ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে হামাসের আক্রমণের সময় হামাসের যোদ্ধা দ্বারা অপহৃত কয়েকজনের মৃতদেহ শুক্রবার গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী উদ্ধার করেছে।
এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে ‘সন্ত্রাসীদের অবকাঠামো’ ধ্বংসের জন্য গাজার ভূখণ্ডের ভেতরে তল্লাশি চালিয়েছে তারা। এ সময় গাজায় তল্লাশি চালিয়ে হামাসের হাতে জিম্মি থাকা বেশ কিছু মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বলছে তারা। খবর এপি ও বিবিসি।
স্থানীয় সময় শুক্রবার রাতে আর্মার্ড ব্রিগেডের নেতৃত্বে গাজায় অভিযান চালানোর সময় ইসরায়েলি মৃতদেহগুলি পাওয়া যায়। অভিযানটি পদাতিক এবং সাঁজোয়া ইউনিট দ্বারা যৌথভাবে পরিচালিত হয়েছিল।
ইসরায়েলি বাহিনী অভিযানের স্থানটি ঘেরাও করার পর, সেখান থেকে মৃতদেহ সংগ্রহ করে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঠিক কতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, তল্লাশি চালিয়ে অনির্দিষ্ট সংখ্যক মৃতদেহ খুঁজে পেয়েছিল তারা।
গত সপ্তাহে ইসরায়েলে হামাসের হামলার পর এখন পর্যন্ত ১৩০০'র বেশি ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.