আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। বুধবার রাতে চালানো এ হামলায় ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত জাবালিয়া শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫, নিখোঁজ রয়েছেন ১২০ জন। এ হামলা যুদ্ধাপরাধের সমান হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা।
হামলার পর এরইমধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে হতহাতদের খোঁজ করছেন এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে মঙ্গলবার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের আজ ২৭তম দিন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। আর হামাসের হামলায় ইসরায়েলের ১৪শ’রও বেশি মানুষ মারা গেছেন।
এদিকে ইসরায়েল, মিসর ও হামাসের মধ্যে চুক্তির আওতায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৯৬ জন বিদেশি পাসপোর্টধারী রাফাহ সীমান্ত দিয়ে মিসর যেতে পারবেন। বুধবার গুরুতর আহত ৮১ জন এবং ৩২০ জন বিদেশি নাগরিক সীমানা পার হয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ৭৫০০ বিদেশি পাসপোর্টধারী গাজা ছাড়তে পারবেন বলে জানিয়েছে রয়টার্স।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.