খেলাধুলা ডেস্ক:
গত মাসে জাতীয় দলের ম্যাচ চলাকালে চোট পান নেইমার। বৃহস্পতিবার এসিএল ইনজুরির কারণে তার অস্ত্রোপচার করা হয়েছে। ফল নিয়ে আশাবাদী চিকিৎসকরা।অস্ত্রোপচারে অংশ নেওয়া ব্রাজিলিয়ান টিম ডিরেক্টর রদ্রিগো লাসমার বলেছেন, ‘অস্ত্রোপচার সফল ছিল। আমরা ফল নিয়ে খুবই আশাবাদী।’
২০১৮ সালে পায়ের পাতার ফ্র্যাকচারের অস্ত্রোপচার করা লাসমার আরও যোগ করেন, বেলো হরিজন্তের দক্ষিণ পূর্ব শহরের মাতের দেই হাসপাতালে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকতে হবে নেইমারকে।
গত ১৭ অক্টেবার উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে সংঘর্ষে আহত হন নেইমার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন।
আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। চলতি মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে দেখা যাবে না তাকে।
এর আগে গত মার্চে গোড়ালির সমস্যায় অস্ত্রোপচারের পর ছয় মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। আগস্টে তিনি মাঠে ফেরেন নতুন ক্লাব আল হিলালের জার্সিতে। সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সিতে ৭৯তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা পেলেকে ছাড়িয়ে যান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.