আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক বাহিনী এবং একজন সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তা ড্রোন ভুপাতিতের তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও টাইমস অব ইসরায়েল।
হুথিরা জানায় যে, “ভূপাতিত ড্রোনটি একটি এমকিউ৯ রিপার ড্রোন ছিল যেটি ইয়েমেনের আকাশসীমায় ঘুরছিল। পরবর্তীতে বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে এটি ভূপাতিত করা হয়।“
এদিকে এ তথ্য নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে, “মার্কিন সামরিক বাহিনী এখনও বিষয়টি বিশ্লেষণ করছে যে ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল নাকি ইয়েমেনের আকাশসীমায় ছিল।“
এর আগে গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুথিদের নিক্ষেপ করা কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইয়েমেনের হুথি দ্বারা মার্কিন ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল।
এদিকে ৭ অক্টোবর থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে কমপক্ষে চারটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হুথিরা৷
ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি ইয়েমেনে বেশ শক্তিশালী। হুথিরা ইয়েমেনের রাজধানী এবং উত্তর ও পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে যেখানে কাউন্টির বেশিরভাগ জনসংখ্যা বাস করে৷
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.