আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে ১৩৬টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখা বুধবার এক ঘোষণায় এমন দাবি করেছে।
হামাসের সমর্থক ফিলিস্তিনি টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানিয়েছেন সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবেইদা। ইসরায়েলের বিমান হামলার কারণে জিম্মিদের মুক্তি প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
আল আকসা টিভিকে উবেইদা বলেন, ‘ইসরায়েলি স্থলবাহিনী অভিযান শুরুর পর থেকে আমরা তাদের ১৩৬টি যুদ্ধযান ধ্বংস করেছি। এগুলোর অধিকাংশই সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।’
হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘শত্রু (ইসরায়েল) যেভাবে বিমান হামলা জোরদার করেছে ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, তা জিম্মিদের মুক্তিদান প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা।’
সম্ভাব্য বন্দী বিনিময় সম্পর্কে আবু উবেইদা বলেন, ‘আমাদের একমাত্র পদ্ধতি হল বন্দীদের বিনিময়ের জন্য একটি চুক্তি করা, সেটা সম্পূর্ণভাবে হোক বা আংশিকভাবে হোক বা দলগতভাবে হোক। ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হলে আমরা জিম্মিদের মুক্তি দেবো।’
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অপারেশন আল-আকসা চালানোর সময় ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বন্দীর সম্ভাব্য বিনিময়ের লক্ষ্যে প্রায় ২৪২ জন ইসরায়েলিকে বন্দী করেছিল।
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প জানিয়ে আবু উবেইদা বলেন, ‘হত্যাকাণ্ড ও বর্বর বোমা হামলা সত্ত্বেও আমরা কৌশলে ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছি।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.