খেলাধুলা ডেস্ক:
অস্ট্রেলিয়া পৌঁছে গেছে সেমিফাইনালে। মিচেল স্টার্কের সামনেও আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি। এই সময়ে এসে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়ার এই পেসার। তবে একটি ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন।
বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন না স্টার্ক। তবে যতদিন সম্ভব টেস্ট ক্রিকেটে খেলার লক্ষ্যে সাদা বলের ক্রিকেট থেকে আগে অবসর নেওয়ার পরিকল্পনা তার।
এখন পর্যন্ত ১১৯ ওয়ানডেতে ২৩.১৭ গড়ে ২৩০ উইকেট নিয়েছেন স্টার্ক। ২০২৭ সালে পরের বিশ্বকাপে নিশ্চিতভাবেই তিনি থাকবেন না। বয়স হয়ে যাবে তখন ৩৭। তবে খুব শিগগির ওয়ানডে ছাড়ার ভাবনাও তার নেই।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে এরপর সেপ্টেম্বরের ইংল্যান্ড সফরের আগে আর কোনো ওয়ানডে নেই তাদের। ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
কলকাতায় সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনা জানান স্টার্ক, ‘আমি এর (বিশ্বকাপ) পরেও খেলা চালিয়ে যেতে চাই, তবে কোনো সন্দেহ নেই যে, পরের বিশ্বকাপে খেলতে পারব না। ওই বিশ্বকাপের জন্য আমার কোনো ভাবনা নেই। চার বছর অনেক দীর্ঘ সময়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ স্তর। টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার আগে বাকি সব ছেড়ে দেব। আমার জন্য (সেমি-ফাইনাল) অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি একদিনের ম্যাচ। আমার জন্য ওয়ানডে ক্রিকেটের পথ এখানেই শেষ নয়।’
ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.