ভয়েস নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
লিখিত বার্তায় বলা হয়, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।
বার্তার বিষয়টি নিশ্চিত করেছেনে আওয়ামী লীগের একাধিক জেলার সভাপতি ও সম্পাদক।
এদিকে মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।
আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, তফসিল ঘোষণার পরে সারাদেশে নাশকতার শুরু করবে বিএনপি-জামায়াত। মাঝে মাঝে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তাই প্রমাণ করে। সেহেতু আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, তফসিল ঘোষণা হলে সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করবে নেতা-কর্মীরা। পরে মিছিল করতে তাদের নির্দেশনা দেওয়া আছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.