মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
ধর্ম ডেস্ক:
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আইয়াহদুরুন।
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাণীগুলোর অসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং তাদের আমার কাছে উপস্থিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। -সুনানে আবু দাউদ : ৩৮৯৩
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) সাবালক ছেলেদের দোয়াটি শেখাতেন এবং দোয়াটি লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দিতেন। যেন তারা দুষ্ট জিনসহ অন্যান্য ক্ষতিকর বিষয় থেকে রক্ষা পায়।
ভয়েস/আআ