খেলাধুলা ডেস্ক:
লাল-নীল, বাহারি রঙয়ের আতশবাজি উড়ছে। আহমেদাবাদের আকাশ রঙিন, কিন্তু আনন্দ নেই। দীপাবলিসহ নানা ধর্মীয় উৎসব শেষে ভারতীয়রা ট্রফি জয়ের উপলক্ষকে অন্য পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তাতে জল ঢেলেছে অস্ট্রেলিয়া। বিষাদের ছায়া সবখানে। মাঠের মাঝে হলুদ উৎসব, আর স্টেডিয়মের এক কোণায় অস্ট্রেলিয়ান সমর্থকদের উচ্ছ্বাস যেন কোটি ভক্তদের হৃদয়ে ফলা হয়ে বিঁধছিল।
অস্ট্রেলিয়া প্রতিপক্ষ শুধু ভারতের ১১ ক্রিকেটারই নয়, ছিল স্টেডিয়ামে আগত ১ লাখ দর্শক। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাদের চুপ করিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘এখানে যে একপেশে দর্শক উপস্থিত থাকবে তাতে সন্দেহ নেই। তবে বিশাল সংখ্যক এই দর্শকদের চুপ করে দিতে পারার চেয়ে তৃপ্তিময় আর কিছু নেই। কালকে আমাদের সেই লক্ষ্যই থাকবে।’ তিনি পেরেছেন। এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা। তাতে টানা ১০ ম্যাচ জেতার পর স্বপ্নভঙ্গের বেদনায় ভাসলো রোহিত শর্মারা।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২৪১/৪ (লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*, হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)
ভারত ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.