খেলাধুলা ডেস্ক:
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই দলের দুই তারকা নেইমার ও ভিনিসিউস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। এতে কিছুটা স্বস্তি পাওয়ার কথা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু নেইমার ও ভিনিসিউস না থাকায় ব্রাজিলকে কোনোভাবেই দুর্বল ভাবতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে ছয়টায় শুরু দুই দলের মাঠের লড়াই।
এই ম্যাচে খেলতে পারবেন না নেইমার, আগে থেকেই নিশ্চিত ছিল। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে বাজেভাবে ফাউলের শিকার হয়ে দীর্ঘ দিনের জন্য ছিটকে যান তারকা এই ফরোয়ার্ড। তার হাঁটুতে করাতে হয় অস্ত্রোপচারও।
আর গত ১৭ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে ঊরুতে চোট পান ভিনিসিউস। গণমাধ্যমের খবর, প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকতে হবে তরুণ এই ফরোয়ার্ড।
দুই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের শক্তি কিছুটা হলেও কমেছে। তবে স্কালোনি মনে করছেন, নেইমার ও ভিনিসিউসের অভাব পূরণ করতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে ব্রাজিল দলে।
ম্যাচের আগের দিন আর্জেন্টিনা কোচ বলেন, ‘তারা দুর্দান্ত দুই খেলোয়াড় (ভিনিসিউস ও নেইমার), যাদের নিয়ে আপনাকে ভাবতেই হবে। আমরা সবসময় বিশ্বাস করি, তাদের বদলি করার মতো দারুণ সব ফুটবলার আছে। তারা শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে, তরুণ, গতিশীল ও গুরুত্বপূর্ণ দলে খেলে অভিজ্ঞতা সম্পন্ন। তাদের কোচ অবশ্যই অন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা ব্রাজিল এবং আমরা জানি তারা কেমন।’
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ব্রাজিল ২-১ গোলে হেরেছে কলম্বিয়ার সঙ্গে। স্কালোনির মতে, ওই ম্যাচে দাপট দেখিয়েছে ব্রাজিলই।
কালকের প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘কলম্বিয়ার বিপক্ষে বেশ ভালো খেলেছে ব্রাজিল, এটা ঠিক যে তারা হেরেছে। ৭৬ মিনিট পর্যন্ত তারা দুর্দান্ত খেলেছে, ফলাফল কিছুটা বিভ্রান্তিকর। আমার মনে হয় তারা দারুণ অবস্থায় আছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.