আন্তর্জাতিক ডেস্ক:
গত সাত অক্টোবর ইসরায়েল-হামাসের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান-সমর্থিত লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে সংগঠনটি।
এবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বিরানিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
ভিডিওতে আরও দেখা যায়, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ।
সামরিক ঘাঁটিতে হামলার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা ও মার্গালিওট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
এদিকে দিনভর চালানো রকেট ও মর্টার হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহও।
তবে আইডিএফ জানিয়েছে যে এই হামলার প্রতিক্রিয়ায়, ফাইটার জেট, কমব্যাট হেলিকপ্টার এবং ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর অবকাঠামোগুলোতে আঘাত করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন যে, গাজাতে যুদ্ধ শুরু হওয়ার একদিন পর ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজারেরও বেশি রকেট, মর্টার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.