লাইফষ্টাইল ডেস্ক:
চিংড়ি দিয়ে মজাদার অনেক পদই রান্না করা যায়। সরিষা নারকেল দিয়ে চিংড়ির এই রেসিপি দেখে নিতে পারেন-
উপকরণ: ৭৫০ গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি, ২-৩ চা চামচ ধনেগুঁড়া, ১ চা চামচ মেথি, ২ চা চামচ গোলমরিচ, ৭টি কারিপাতা, ২টি তাজা লেবুর রস, ৩ চা চামচ সরিষা, ২-৩টি পেঁয়াজ বাটা, ৮ কোয়া রসুন ছড়ানো ও সুন্দর করে কাটা, ২ চা চামচ তাজা খোসা ছড়ানো বাটা আদা, ২ টেবিল চামচ পাপরিকা, ১.৫ চামচ মরিচ গুঁড়া, ১-২ চা চামচ হলুদ গুঁড়া, লবণ প্রয়োজনমত, ৪টি তাজা কাঁচা মরিচ, ২ কাপ নারকেল দুধ (মিষ্টিবিহীন), ভেজিটেবিল তেল আন্দাজমতো।
রান্না প্রণালি:
চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। ছোট ফ্রাইপ্যানে মাঝারি আঁচে তাতিয়ে নিয়ে তার মধ্যে ধনেগুঁড়া, গোলমরিচ এবং মেথি দিয়ে এক মিনিট ধরে নেড়ে আলতোভাবে ভাজুন।
গ্রিন্ডারে পিষে কারিপাতাসহ সব দিয়ে ও ভালোভাবে গ্রাইন্ড করুন। ফ্রাইং প্যানে তেল গরম করুন এবং তাতে সরিষা দিন। যখন সেগুলো পট পট শব্দ করবে তখন পেঁয়াজ ও রসুন মিশিয়ে দিন।
নাড়তে থাকুন। আদা দিয়ে আবার নাড়ুন। এবার দেড় কাপ পানি, পাপরিকা, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, গোটা মরিচ, গুঁড়া মসলা এবং লেবুর রস যোগ করুন।
ফুটন্ত গরম করে ৫ মিনিট ধরে অল্প তাপে রান্না করুন। আপনার গ্রেভি প্রস্তুত। এবার নারকেল দুধ দিয়ে নেড়ে দিয়ে পরিবেশন করুন।
ভযেস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.