ভয়েস নিউজ ডেস্ক:
অতীতের চেয়ে এবার জাতীয় পার্টির মনোনয়ন ফরম বেশি বিক্রি হয়েছে উল্লেখ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যদিও এখন পর্যন্ত রওশন এরশাদের মনোনয়ন সংগ্রহের কোনো আপডেট নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে চাইলে দল তাকে স্বাগত জানাবে। কেননা দলে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের শেষদিন জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, আগামীকাল সোমবার বিকেলের মধ্যেই ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে চুন্নু জানান, এটা তাদের পারিবারিক বৈঠক। সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীদের পদচারণায় মুখর দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে জাতীয় পার্টির অংশগ্রহণের ঘোষণার পর যেন নতুন করে উজ্জীবিত নেতাকর্মীরা। টানা চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রায় ১৮০০ নেতাকর্মী।
এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। এরপর শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয় মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় আজ (রোববার) তৃতীয় দিনের মতো চলছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। এদিন সকাল থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুরু হয় ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম।
প্রসঙ্গত, গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে বলা হয়, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.