বিনোদন ডেস্ক:
এনা সাহা বর্তমানে শুধুমাত্র অভিনেত্রী নন, টলিউডের নতুন প্রযোজকদের মধ্যেও অন্যতম। এনা প্রযোজিত ফিল্ম ‘চিনে বাদাম’ গত বছর মুক্তি পায়। এতে যশ দাশগুপ্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি নিজেই। কিন্তু ছবিটি মুখ থুবড়ে পরে।
এরপর থেকে এনা নিজেকে গ্রুম করেছেন। ঝরিয়ে ফেলেছেন বাড়তি ওজন। একের পর এক ফটোশুট করছেন এনা। সেগুলো শেয়ার করছেন ইন্সটাগ্রামে। বাড়ছে তার অনুরাগীর সংখ্যা। সপ্তাহের শেষে নিজের একগুচ্ছ ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন এনা।
এনার শেয়ার করা ছবিতে তার পরনে রয়েছে গ্রে রঙের ড্রেস। ড্রেসটির নেকলাইন জুড়ে রয়েছে গ্রে রঙের সুতোর এমব্রয়ডারি। ফ্রন্ট ওপেন ড্রেসের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে এনার ক্লিভেজ সহ বক্ষের অনেকখানি অংশ। নেকলাইনের সামনে বাঁধা রয়েছে দুটি ফিতে। দৃশ্যমান হয়েছে এনার অফ হোয়াইট রঙের অন্তর্বাস। এই ড্রেসের নিচের অংশ ফ্লেয়ারড। কিছু অংশে রয়েছে নেটের ফ্লোরাল প্যাটার্নের ডিজাইন। এই ড্রেসের সাথে এনার মেকআপ যথেষ্ট হালকা। দুই চোখের কোল ভরেছে কাজলে। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি লিপ বামের ব্যবহার। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের টাচ। খোলা রয়েছে এনার সিল্কি চুল। দুই কানে লাল রঙের স্টোন বসানো স্টাড পরেছেন এনা। গলায় রয়েছে অনুরূপ পেনডেন্ট। বাঁ হাতে রয়েছে একই স্টোন বসানো ব্রেসলেট।
চলতি বছরের শেষে এনা প্রযোজিত ফিল্ম ‘ডাক্তার কাকু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার প্রযোজনায় তৈরি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-র ভবিষ্যৎ অনিশ্চিত।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.