বিনোদন ডেস্ক:
বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)। প্রথমদিনে প্রদর্শিত হবে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে।এরপরের দিন থেকে সিঙ্গেল স্ক্রিনেও চলবে সিনেমা। তবে বুধবার (০৬ ডিসেম্বর) থেকেই সবগুলো মাল্টিপ্লেক্সের অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন পরিবেশক অনন্য মামুন।
এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন, দেশের ৪৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘অ্যানিমেল’। বিষয়টি জানিয়ে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু বলেছিলেন, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
এদিকে ভারত ও বিশ্বজুড়ে ‘অ্যানিমেল’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে এটি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ১ ডিসেম্বর মুক্তির পর মাত্র পাঁচ দিনে এর বৈশ্বিক টিকিট বিক্রি ছাড়িয়েছে ৪৮১ কোটি রুপি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.