খেলাধুলা ডেস্ক:
বয়সটাকে সংখ্যার হিসেবে আটকে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সেও তরুণদের মতো নৈপুণ্য ছড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসর এফসির হয়ে গড়ছেন একের পর এক নতুন কীর্তি। সোমবার রাতে কিং কাপের কোয়ার্টার ফাইনালেও আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো। পেয়েছেন ‘৫০তম’ গোলের দেখা। রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে আল শাবাব এফসিকে ৫-২ গোলে হারিয়ে কিং কাপের সেমিফাইনালে পৌঁছায় আল নাসর এফসি।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় সফরকারী দল আল নাসর। গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সেকো ফোফানা। ২৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কার্লোসের গোলে সমতা টানে আল শাবাব। ৪ মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় আল নাসর। এবার স্কোরশিটে নাম তোলেন সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে।
৪৫+৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আল নাসরের অ্যারাবিয়ান তারকা আব্দুলরহমান গারিব। ৭৪তম মিনিটে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরে সব মিলিয়ে এটি তার ৫০তম গোল। এ নিয়ে এক পঞ্জিকাবর্ষে অষ্টমবারের মতো ৫০ বা তার বেশি গোল করলেন রোনালদো। এ অর্জনে তার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার এক বছরে ৫০ বা এর বেশি গোল করেছেন ৯ বার।
রোনালদোর গোলের পর ৯০তম মিনিটে আরেকটি গোল শোধ করে আল শাবাব। তার ৬ মিনিট পরই ৫-২ গোলের জয় নিশ্চিত করেন আল নাসরের অ্যারাবিয়ান ফরোয়ার্ড মোহাম্মদ মারান।
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় খেলার কিছু ছবি পোস্ট করে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘দুর্দান্ত জয়, ২০২৩ সালে আমি নিজের ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত। সতীর্থ, সমর্থক আর আমার পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এ বছর আরো কিছু গোল করার সুযোগ আছে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.