খেলাধুলা ডেস্ক:
ডাবলস চুরি করতে গিয়ে রানআউট হয়ে থেমেছেন ইয়াং। ৮৪ বলে ১০৫ রানে থেমেছে তার ইনিংস। সেঞ্চুরি ছুঁয়ে বেশিদূর যেতে পারলেন না উইল ইয়াং। ঝুঁকিপূর্ণ ২ রান নেওয়ার চেষ্টায় ফিরে গেলেন রান আউট হয়ে। বিজয়ের থ্রো ধরে মুশফিকুর রহিম স্টাম্প ভেঙে দেওয়ার সময় বেশ দূরে ছিলেন ইয়াং। ৪ ছক্কা ও ১৪ চারে তিনি করেন ১০৫ রান।
শেষ ৩ বলে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান টম ব্লান্ডেল ও জশ ক্লার্কসন। ইয়াংয়ের মতোই এনামুলের থ্রোয়ে রান আউট হন ব্লান্ডেল (১)।
অভিষেকে ১ রান করে ফেরেন ক্লার্কসন। নাজমুল হোসেন শান্তর থ্রো ধরে রান আউট হয়ে যান তিনি।
তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে এরপর রানআউট টম ব্লান্ডেলও। এবং শেষ বলে রানআউট হয়েছেন অ্যাডাম মিলনেও। শেষ ওভারে উঠেছে ৮ রান, হয়েছে ৩টি রানআউট।
তৃতীয় দফা বৃষ্টি বিরতির আগে ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১০৮/২। ৩০ ওভারে তারা থেমেছে ২৩৯/৭-এ। মানে শেষ ১০.৪ ওভারে তারা তুলেছে ১৩১ রান!
শুরুর ভালো বোলিংয়ের ধারা পড়ে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের উপর চড়াও হয়ে রান বাড়িয়ে নিয়েছে নিউ জিল্যান্ড।
৩০ ওভারে স্বাগতিকরা ৭ উইকেটে করেছে ২৩৯ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ পেয়েছে ২৪৫ রানের লক্ষ্য।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.