খেলাধুলা ডেস্ক:
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড নারী দল। দ্বিতীয় ম্যাচেও জিতেছে কিউই মেয়েরা। তবে সেই ম্যাচে ভালোই লড়াই করেছিল পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল সফরকারীরা। তবে সেটাও রোমাঞ্চ আর নাটকের শেষে। তৃতীয় ওয়ানডে সুপার ওভারে হারলেও ২-১ এ সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
সোমবার ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান করে পাকিস্তানও। ম্যাচ টাই হলে সুপার ওভারে জিতেছে পাকিস্তান।
সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন অ্যামিলিয়া কার। অভিজ্ঞ এই স্পিনারকে চার মেরে শুরু করেন আলিয়া রিয়াজ। তবে পরের বলই ডট দিয়ে ফেরেন কার। তৃতীয় ও চতুর্থ বলে দুটি ডাবলস নিয়েছে পাকিস্তান। পঞ্চম বলটি ব্যাটে খেলতে না প্রান্ত বদল করেন দুই ব্যাটার। শেষ বলে প্রথমবার স্ট্রাইক পেয়ে ২ রান নেন ফাতিমা সানা। সবমিলিয়ে ১১ রান তুলেছে পাকিস্তান।
১২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে এক রান নেন সুফি ডেভাইন। সাদিয়া ইকবালের করা দ্বিতীয় বলে গোল্ডেন ডাক খেয়েছেন কার। তৃতীয় বলে গ্রিন এক রানের বেশি নিতে পারেননি। শেষ ৩ বলে যখন ১০ রান দরকার, তখন চতুর্থ বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন সুফি। তবে পরের বলেই তাকে সাজঘরে ফিরিয়ে কিউইদের কফিনে শেষ পেরেক মারেন সাদিয়া।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.