খেলাধুলা ডেস্ক:
উপলক্ষটা বেশ ভালোভাবেই রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। নিজের জন্মদিনে করলেন জোড়া গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে লিগ ওয়ানের ম্যাচে মেটজকে ৩-১ গোলে হারিয়ে দিল পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে অন্য গোলটি করেন ভিতিনহা।
১৯৯৮ সালের ২০ ডিসেম্বর পৃথিবীতে আসেন এমবাপ্পে। স্বল্প এই জীবন ও ক্যারিয়ারে অনেক সাফল্যই পেয়েছেন তিনি। তবে তার কাছে নিঃসন্দেহে সবচেয় বড় সাফল্য ২০১৮ বিশ্বকাপ জয়। সবশেষ আসরেও ফাইনাল খেলেছিলেন ফরাসি এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে তাদের হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ফাইনালে হ্যাটট্রিক করেন এমবাপ্পে।
গতরাতেও চমৎকার খেলেন এমবাপ্পে। এদিন এলোমেলো প্রথমার্ধে কোনো দলই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাই গোলশূন্য শেষ হয় ম্যাচের প্রথমভাগ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে নেন ভিতিনহা। ৪৯ মিনিটে গোলটি করেন পর্তুগিজ এই ফুটবলার। বক্সের বাইরে থেকে জোরাল ফ্রি কিকে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে, ৬০ মিনিটে।
১২ মিনিট পর মেটজ অধিনায়ক মাথেইউ উদলের গোলে ম্যাচ জমে ওঠে। আশার আলো জাগে সফরকারীদের শিবিরে। কিন্তু ৮৩তম মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করে দেন এমবাপ্পে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.