বিনোদন ডেস্ক:
বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন ‘কবীর সিং’খ্যাত অভিনেতা শহিদ কাপুর। ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি মূল্যের এ গাড়ির ছবি মার্সিডিজ মেব্যাচ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।
এ ছবিতে দেখা যায়, কালো রঙের মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন শহিদ-মিরা দম্পতি। ছবির ক্যাপশনে লিখেছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর ব্যয়বহুল গাড়ি কেনার জন্য অনেক অনেক অভিনন্দন শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর গাড়িটি শহিদ কাপুর সাড়ে ৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি) কিনেছেন।
গত বছরের শুরুর দিকে আরেকটি মার্সিডিজ বেঞ্চ মেব্যাচ এস৫৮০ মডেলের নতুন গাড়ি কেনেন শহিদ কাপুর। এটি ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যে কিনেছিলেন তিনি। এর আগে মার্সিডিজ মেব্যাচ এস ৫৬০ মডেলের গাড়ি ব্যবহার করতেন শহিদ কাপুর।
শহিদ কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা গত ৯ জুন মুক্তি পায়। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এটি। ‘কবীর সিং’ সিনেমার পর আর কোনো সফল সিনেমা উপহার দিতে পারেননি শহিদ। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.