বিনোদন ডেস্ক:
প্রায় পাঁচবছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারও দর্শক। আবারও সেখানকার শো-তে অংশ নিতে যাচ্ছেন শাকিব। তার সঙ্গে সেখানে দেখা যাবে কলকাতার ইধিকা পাল। শুধু শাকিবই নন, একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী।
আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকারা।
শাকিব খানের আগে আসামে অন্য আরেকটি শো-তে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। নিরব জানান, এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
খবরটি জানিয়ে নিরব বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।
শাকিবের ভিডিওবার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতোমধ্যেই ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.