আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। মাগাজির বাসিন্দা জেয়াদ আওয়াদ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষকে রেহাই দিচ্ছে না। আমার সন্তান আমাকে বলে, আমাকে সাহায্য কর! কি হচ্ছে? আমি শ্বাস নিতে পারছি না।
গাজায় বড়দিনের আগের রাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতে সবচেয়ে তীব্র বোমা হামলা চালানো হয়। ইসরায়েলি ওই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায়, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।
আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি মাগাজি থেকে বলেন, একটি তিনতলা ভবন যা লক্ষ্যবস্তু করা হয়েছিল, এবং আরেকটি বাড়ি। একই পরিবারের পাঁচজন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন যাদের মধ্যে একজন শিশু।
ইসরায়েলি হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও বহু মানুষ নিহত হয়েছেন। গত দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ মানুষ আহত হয়েছে।
দক্ষিণ গাজার রাফাহ থেকে আল জাজিরার তারেক আবু আজউম বলেছেন, মাগাজির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ হয়েছে।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সংঘাতে প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.