লাইফস্টাইল ডেস্ক:
আলমারি থেকে নেমে গেছে সোয়েটার, মাফলার ও চাদর। রোদে দিয়ে ব্যবহার শুরু করলেও দিনের পর দিন না ধুয়ে এগুলো পরা স্বাস্থ্যসম্মত নয়। আবার ঘন ঘন কাচলে বা ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে উলের পোশাক নষ্ট হয়ে যেতে পারে বা রোঁয়া উঠে যেতে পারে। এতে পরের বছর আর পরার মতো অবস্থায় থাকবে না শখের সোয়েটার বা চাদরটি। জেনে নিন উলের সোয়েটার, মাফলার বা চাদর কীভাবে ধোবেন।
খুব ঘন ঘন শীতের পোশাক ধোয়ার প্রয়োজন নেই। একদিন সোয়েটার পরার পরই ধুয়ে ফেলার অভ্যাস পোশাকের জন্য ক্ষতিকর। তবে পরতে পরতে ময়লা ও দুর্গন্ধ হয়ে গেলে তো ধুতে হবেই। সেক্ষেত্রে অবস্থায় ঠান্ডা পানি ব্যবহার করবেন উলের পোশাক কাচার জন্য।
সাধারণ জামাকাপড় যে সাবান দিয়ে পরিষ্কার করেন, সেটা দিয়ে উলের পোশাক ধোয়া যাবে না। শীতবস্ত্র পরিষ্কার করার জন্য আলাদা ডিটারজেন্ট পাওয়া যায় বাজারে, সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ছাড়াও হ্যান্ডওয়াশ কিংবা ক্যাস্টেল সোপ দিয়ে আলতো করে পরিষ্কার করে ফেলতে পারেন এই ধরনের পোশাক। বাড়িতে যদি এর কোনোটাই না থাকে, তাহলে ঠান্ডা পানিতে শ্যাম্পু গুলে নিন। এর মধ্যে উলের পোশাক কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.