খেলাধুলা ডেস্ক:
বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকস-এর সদস্যপদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা। জোটটিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে শুক্রবার (২৯ ডিসেম্বর) চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘হাভিয়ার মিলেই স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্রিকসের সদস্য হওয়ার জন্য এখন উপযুক্ত সময় নয়। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি আগের সরকারের থেকে অনেক আলাদা। পূর্ববর্তী সরকারের অনেক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।’
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। গত আগস্টে জোটটিতে আরও ছয় দেশকে সদস্য করার ঘোষণা দেওয়া হয়। মূলত, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোটটি গঠিত। ওই সময় বলা হয়েছিল আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসে যোগ দিচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তারা জোটের সদস্য হবে।
সম্প্রতি আর্জেন্টিনায় ক্ষমতায় আসেন ডানপন্থী হাভিয়ার মিলেই। তিনি এসেই আগের সরকারের ব্রিকসে যোগ দেওয়ার বিরোধীতা করেন। এমনকি নির্বাচনী প্রচারণাতেই হাভিয়ের মিলেই বলেছিলেন,’আমাদের ভূরাজনৈতিক সঙ্গী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমরা কমিউনিস্টদের সঙ্গে মিত্রতা করতে যাচ্ছি না।’
নির্বাচনে জয়ের পর তারা যে ব্রিকসে যোগ দেবে না, তা নভেম্বরের ৩০ তারিখেই জানিয়ে দিয়েছিলেন হাভিয়ের মিলেইয়ের গুরুত্বপূর্ণ সহকর্মী দায়ানা মোন্দিনো। এবার সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.