বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
ভারতের ট্রানজিটে কন্টেইনার নিয়ে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর সমুদ্র বন্দর থেকে এমভি সেঁজুতি নামের বাংলাদেশের পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে সর্বমোট ১১১টি কন্টেইনার নিয়ে এই জাহাজটি বন্দরের বহিনোঙ্গরে পৌঁছে। এই জাহাজে ৪ কন্টেইনার ভারতীয় ট্রানজিট পণ্য রয়েছে। এগুলো চট্টগ্রাম বন্দরে ট্রানজিট হয়ে বাংলাদেশের সড়ক পথে ব্রাম্মনবাড়িয়ার আখাউড়া হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমভি সেঁজুতিতে বাংলাদেশি আমদানিকারকদের বিভিন্ন পণ্যের পাশাপাশি ৪টি ট্রানজিট কন্টেইনারে রয়েছে ভারতীয় পণ্য। এর মধ্যে দুই কন্টেইনার ডাল এবং দুই কন্টেইনারে ইস্পাত সামগ্রী রয়েছে।
এসব পণ্য চট্টগ্রাম বন্দরে খালাস করে আবার সড়ক পথে আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে চলে যাবে। চট্টগ্রামের স্থানীয় এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন ট্রানজিট কন্টেইনার ত্রিপুরা পৌঁছানোর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ট্রানজিট কার্যক্রম পরিচালনা চট্টগ্রাম বন্দরের সক্ষমতারও একটি দিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম।
নির্ধারিত ফি বা চার্জ পরিশোধের পরই কন্টেইনারসমূহ চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা পৌছানোর অনুমতি দেওয়া হবে। একই নিয়মে আগামীতেও আরো পণ্য কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর ট্রানজিট হয়ে ত্রিপুরাসহ ভারতের অন্যান্য রাজ্যে যাবে বলে জানা গেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.