ভয়েস নিউজ ডেস্ক:
নির্বাচনের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।
সোমবার দুপুরে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবেতো- এই প্রশ্নে তিনি বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত.. এখন বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো ও দেখবো।’
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এরশাদের ছোট ভাই জিএম কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা। টানা পাঁচবারের এই সংসদ সদস্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লড়ছেন রংপুর-৩ আসনে। সর্বশেষ এই আসনের সংসদ সদস্য ছিলেন ২০০১ সালে।
ভোটে জাতীয় পার্টির অনেক প্রার্থী সরে দাঁড়ানোর বিষয়ে জিএম কাদের, অনেক প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না। কেউ ঘোষণা দিয়ে, কেউ এমনি বসে যান। তবে আমার একটা নির্দেশ ছিলো সবার কাছে এবং এখনো আছে, যারা নির্বাচন করতে চান না, তাদের জোর করে করবো না। অর্থের অভাব হতে পারে, হুমকির কারণে হতে পারে, অনেকেই সরে দাঁড়ান।
অন্যায়-অত্যাচার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তবে এই অন্যায় অত্যাচার সহ্য করারও একটা সদিচ্ছা থাকা দরকার।
জিএম কাদের বলেন, কোনো লোক রাজনীতিতে এসে নির্বাচনের মাঠ থেকে যদি চলে যান, মানুষ তাকে দুই ভাবে দেখেন। একটা, তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সঙ্গে আঁতাত করে চলে গেছেন। আরেকটা হলো- তিনি ভয় পেয়েছেন। এ দুটোই রাজনীতির জন্য কোনো শুভ জিনিস না।
এবারের নির্বাচনেও আসন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোট করছে জাতীয় পার্টি। তাদের জন্য ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি শুরুতে ২৮৯ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তবে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির পর অনেকেই ভোট মাঠ ছেড়ে গেছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.