আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের আগামী নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি জরিপের বরাত দিয়ে সোমবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
চ্যানেল ফোরটি এর একটি মতামত জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর শাসক জোট ৫৬টি আসনে ভোট পেয়েছেন যেখানে বিরোধীরা পেয়েছেন ৬৪টি আসন।
পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবে মর্যাদা রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টির। তবে এবার সেই মর্যাদা হারাতে যাচ্ছে দলটি। ওই জরিপেরে তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির অবস্থান ৩২টি আসন থেকে ২৬ আসনে নেমে আসতে পারে। যুদ্ধবিষয়ক মন্ত্রীপরিষদের মন্ত্রী বেনি গ্যান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেতে পারে ২৯টি আসন।
জরিপ বলছে, বেনি গ্যান্টজের এই দলটি বৃহত্তম দলে পরিণত হচ্ছে।
অনেকেই গ্যান্টজকে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তবে নেতানিয়াহুর জোটের পতন না হলে ২০২৬ সাল পর্যন্ত দেশটিতে কোনও সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার প্রয়োজন হবে না।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.