খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনাতে থাকতে গোলের পর গোল করেছেন মেসি-সুয়ারেজ জুটি। একসঙ্গে দলকে জিতিয়েছেন বহু শিরোপা। মায়ামিতে এই মৌসুমে সুয়ারেজ এলে নতুন করে জুটি বাঁধেন দুই বন্ধু। তবে প্রস্তুতি ম্যাচে মেসি-সুয়ারেজের সেই পুরনো ম্যাজিকের দেখা মিলছে না। মৌসুম শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এল সালভাদোরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ ভোরে হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে গেছে মেসি-সুয়ারেজের দল। কটন বোলে এফসি ডালাস ১-০ গোলে হারিয়েছে মায়ামিকে।
মেসি-সুয়ারেজ-আলবা-বুসকেটস চারজনই আগের ম্যাচে খেলেছিলেন প্রথমার্ধ পর্যন্ত। আজ জর্দি আলবা খেললেন পুরো ম্যাচ। বাকি তিনজন খেলেন ৬৪ মিনিট পর্যন্ত। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ডালাস। গোল করেন জেসুস ফেরেইরা।
৬৪ মিনিট মাঠে থেকেও সেই গোল শোধ দিতে পারেননি মেসি-সুয়ারেজ জুটি। এই ম্যাচে মায়ামিকে ৩-৫-২ ফরমেশনে খেলান জেরার্দো মার্তিনো।
মেসির গোলের প্রথম দুই চেষ্টা রুখে দেন ডালাসের গোলকিপার। ১২ মিনিটে মেসির নেওয়া শট নিজের বাঁ-দিকে ঝাপিয়ে রুখে দেন। ২৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির আরেকটি শট রুখে দনে ডালাস গোলকিপার কোলোডি।
প্রথমার্ধে সুয়ারেজ গোলের লক্ষ্যে শট করেন দুটি। তবে ৪৪ মিনিটের সময় তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে যতক্ষণ মাঠে ছিলেন চেষ্টা করে গেছে মেসি-সুয়ারেজ জুটি। তবে ফল মেলেনি।
এরপর মেসিরা প্রস্তুতি নিতে ম্যাচ খেলবে সৌদি আরবে। সেখানে একটি ম্যাচ আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে আবারও দেখা যাবে মেসি-রোনালদো দৈরথ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.