আন্তর্জাতিক ডেস্ক:
চীনে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জিনজিয়াং-কিরগিজস্তান সীমান্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে বেশ কয়েকজন আহত ও অনেক বাড়িঘর ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
চীনের ভূমিকম্প প্রশাসনের তথ্যানুসারে রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির পাহাড়ী সীমান্ত এলাকায় স্থানীয় সময় সোমবার রাত ২টা ৯ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার।
জিনজিয়াং ভূমিকম্প সংস্থার মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উশি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। এর চারপাশে ২০ কিলোমিটার এলাকার মধ্যে পাঁচটি গ্রাম অবস্থিত বলে জানিয়েছে সিনহুয়া নিউজ।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে নেটিজেনরা জানিয়েছেন, ভূমিকম্পটি উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশেপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।
সিনহুয়া নিউজ জানিয়েছে, ভূমিকম্পে ২৭টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। জিনজিয়াং রেলওয়ে কর্তৃপক্ষ রেল চলাচল বন্ধ রেখেছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বেশ কয়েকটি সংস্থা ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে। সুতির তাঁবু, কোট, কুইল্ট, গদি, ভাঁজ করা বিছানা ও চুলা সরবরাহ করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উজবেকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.