রিকন বড়ুয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসার তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় নামে গহীন পাহাড়ে অভিযান চালান র্যাব।অভিযানে ২২ টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, আরসা সন্ত্রাসী গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, আটক তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিলো। তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহীন লালপাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তোলেন। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ করে আসছিলো তিনি।
র্যাব- কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো। এই অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.