ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল মাংস নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রাণিজ খাতে বিনিয়োগের জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল গরু ও মুরগির মাংস নেওয়ার জন্য তাকে অনুরোধ করেন ড. মোমেন।
টেলিফোনে ড. মোমেন সৌদি আরবের কৃষিখাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার- ওআইসি কোভিড ফান্ড গঠনে সৌদি আরবের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.