বিনোদন ডেস্ক:
গত বছর পুরোটাই নাটকের অভিনয়ের ব্যস্ততায় কেটেছে সামিরা খান মাহির। তাই বছরের শেষটা দুবাইতেই কাটিয়েছেন তিনি। সেখানেই থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেন। দুবাই সফর শেষে দেশে ফিরেই ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন তিনি নাটকের শুটিং নিয়ে। এরমধ্যে মাহি অভিনীত ‘ফাঁদ’ নাটকটি উন্মুক্ত হওয়ার পরই বেশ ভালো সাড়া পাচ্ছেন। এ নাটকে তার নায়ক মুশফিক আর ফারহান। অন্যদিকে গতকাল কেএস এন্টারটেইনমেন্ট থেকে উন্মুক্ত হয়েছে মাহির নতুন নাটক ‘যে জীবন তোমার আমার’। ভিন্নধর্মী গল্প নিয়ে করা এ নাটকেও ফারহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এদিকে সামনেই ভালোবাসা দিবস। তার মাস দেড়েক পরই ঈদ।
সব মিলিয়ে পুরো জানুয়ারিটাই তাই শুটিংয়ের চাপে রয়েছেন মাহি। এ ব্যস্ততা চলবে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এদিকে গতকাল এ অভিনেত্রী শুটিং করেছেন ‘একটুকু ছোঁয়া লাগে’ শিরোনামের নাটকে। নাসির খানের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনায় রয়েছেন এম এইচ রাসেল। মাহি বলেন, দুবাই থেকে ফিরে খুব একটা বিশ্রাম পাইনি। প্রতিদিনই শুটিং করছি। বেশকিছু নাটকের শুটিং করলাম উত্তরায়। ঢাকার বাইরেও কিছু লোকেশনে সামনে শুটিংয়ের কথা রয়েছে। সব মিলিয়ে বলা চলে এখন শুটিংয়ের মধ্যেই সময়টা কাটছে। মাহি আরও বলেন, তবে আমি একটু আলাদা চরিত্রে কাজ করতে চাই। তাই যেসব নাটকে কাজ করছি তার গল্প ও আমার চরিত্র চ্যালেঞ্জিং। এজন্যই কাজ করা। তাছাড়া গল্পের প্রেক্ষাপটে কিন্তু একটা পরিবর্তন এসেছে কিছুদিন হলো। মানসম্পন্ন নাটক দর্শক এখন দেখছে। তাই সেরকম গল্পেই বেশি মনোযোগী হয়েছি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.