ভয়েস প্রতিবেদক:
টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজির বেশী ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৮ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর মির্জা জোড়া খাল নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার রাতে টেকনাফে নাফ নদীর মির্জা খাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি অভিযান চালায়। এক পর্যায়ে বিজিবির সদস্যরা এক ব্যক্তিকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জা জোড়া খালের দিকে আসতে দেখে। তীরের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
“ এসময় পাচারকারির সাথে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে রেখে ঘন অন্ধকারে কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে পাচারকারির ফেলে যাওয়া বস্তুটি খুলে পাওয়া যায় ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.