হাসনাত ফারাবী:
কক্সবাজারের মেধাবী ছাত্র অংকুর দাশের আত্নার শান্তি কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে অংকুর দাশ স্মৃতি সংসদের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
অংকুর দাশ স্মৃতি সংসদের আহবায়ক গীতা শিক্ষক নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, কক্সবাজার চেম্বারের পরিচালক উদয় শংকর পাল মিঠু, সমাজ সেবক বিপুল সেন, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা: চন্দন কান্তি দাশ, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর, পুরহিতরত্ন মাস্টার জগদীশ শর্মা, অংকুর দাশ স্মৃতি সংসদের সদস্য সচিব সেবক পাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর দাশের পিতা ও সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম।
বক্তারা বলেন-অংকুর দাশ ছিলেন একজন মেধাবী ছাত্র। শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়া ও ধর্মীয় ক্ষেত্রেও অল্প বয়সেই তার অবদান ছিল বেশি। তাই অংকুর দাশ আগামী প্রজন্মের কাছে মাঝে অনুকরণীয় হয়ে থাকবে।পরে শীতার্তের মাঝে কম্বল বিতরন করা হয়।
উল্লেখ্য গত বছরের ২ নভেম্বর ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুন্ঠধাম প্রাপ্ত হন অংকুর দাশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.