আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। এসময় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজারে। বুধবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৬৫ হাজার ৯৪৯ জন।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। সে হামলা এখনও অব্যাহত রয়েছে।
ইসরায়েলি এ হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাও। এ হামলায় এখন পর্যন্ত হাজার হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মতে, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যেই গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে দিনানিপাত করছেন অধিকাংশ মানুষ। এমনকি অঞ্চলটিতে প্রয়োজনের তুলনায় খুবই কম সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.