খেলাধুলা ডেস্ক:
আগের ম্যাচে বদলি নামার ৬৮ সেকেন্ড পরই গোল করেছিলেন ভিতর রকি। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বদলি নেমে ঝলক দেখালেন কাল আলাভেসের বিপক্ষেও। ইকাই গুনদোয়ানের বদলি হয়ে মাঠে নামলেন ৫৯ মিনিটে। ৬৩ মিনিটে করলেন গোল। এরপর পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ডে মাঠও ছেড়ে গেলেন।
রকির ‘ক্যামিও’ উপস্থিতির পর বার্সেলোনা দশজনের দলে পরিণত হলেও ভোগান্তিতে পড়েনি। আলাভেসের মাঠে ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে।
বদলি নামার চার মিনিট পর করা রকির গোলটি ছিল দলের তৃতীয়। এর আগেই ম্যাচে বার্সেলোনা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। বিরতির আগে আলাভেস বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোলে পরিণত করতে পারেনি। তবে ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে সেরা সময়ের স্ট্রাইকারের মতো করেই বল জালে পাঠিয়েছেন রবার্ট লেভানডফস্কি।
এটি ছিল গত ১০ ডিসেম্বরের পর লা লিগায় লেভার প্রথম গোল। আর বার্সায় যোগ দেওয়ার পর গুনদোয়ানের নবম অ্যাসিস্ট। ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই জার্মান মিডফিল্ডার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো মৌসুমেই এত বেশি অ্যাসিস্ট করতে পারেননি।
বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।
ম্যাচের নাটকীয়তা বাড়তে শুরু করে গুনদোয়ানের বদলি হিসেবে রকি নামলে। ৭২ মিনিটে দ্বিতীয় যে হলুদ কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়, সেটি নিয়ে ডাগআউটে ভীষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ জাভিকে।
অপটার তথ্য বলছে, ফার্নান্দো তরেসের পর (২০০২ সালে সেভিয়ার বিপক্ষে) একুশ শতকে একই ম্যাচে গোল করা ও লাল কার্ড দেখা দ্বিতীয় সর্বনিম্ন বয়সী খেলোয়াড় রকি (১৮ বছর ৩৪০ দিন)।
ম্যাচটায় অবশ্য শেষ পযন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2025 Coxsbazar Voice. All rights reserved.